Dr. Neem on Daraz
Victory Day

এসএসসি: কোন বোর্ডে পাসের হার কত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০২:৪৯ পিএম
এসএসসি: কোন বোর্ডে পাসের হার কত

ঢাকাঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডভিত্তিক পাসের হার বিশ্লেষণে দেখে গেছে, ৯৫.১৭ শতাংশ গড় পাসের হার নিয়ে সবচেয়ে ভালো করেছে যশোর বোর্ড। পাসের হারের দিক থেকে তলানিতে সিলেট বোর্ড (৭৮.৮২)।

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তরের পর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। 

বোর্ডভিত্তিক পাসের হার 

ঢাকা শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ, মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ। মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ। 

রাজশাহী শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ, মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ। মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। 

কুমিল্লা শিক্ষা বোর্ড :  এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ। মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ শতাংশ, মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ। মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ। মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ। মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ। মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ। মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড : এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ, মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ। মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২  দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ।  

কারগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে