Dr. Neem on Daraz
Victory Day

চবির সব শিক্ষার্থী পাবে করোনার টিকা


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৫:০০ পিএম
চবির সব শিক্ষার্থী পাবে করোনার টিকা

সংগৃহীত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক সব শিক্ষার্থীদের করোনা ভাইরাস কোভিড-১৯ এর টিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মোতাবেক, চবির সব শিক্ষার্থীর নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
টিকা নিতে আবাসিক/অনুমতিপ্রাপ্ত ও অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে পৃথক অনলাইন ফরম পূরণ করতে বলা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
 
বিষয়টি রেজিস্ট্রার মনিররু হাসান আগামী নিউজকে জানান, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চবির আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। এজন্য আমরা আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণ করতে বলেছি। আগামী ৬ মার্চের মধ্যে এই ফরম পূরণ করতে হবে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে