Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

৮ আগস্ট খুলছে কওমি মাদ্রাসা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৩, ২০২০, ১০:৩৪ পিএম
৮ আগস্ট খুলছে কওমি মাদ্রাসা

ঢাকা : করোনার কারণে দীর্ঘ সাড়ে ৪ মাস বন্ধ ধাকার পর আগামী ৮ আগস্ট (শনিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের সব কওমি মাদ্রাসাগুলো খুলবে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের’ কার্যালয়ে কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর) মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে দেশের হাফেজি মাদরাসাগুলো ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে ভাইরাসের বিস্তার রোধে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় তিন দফা বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

 

আগামীনিউজ/এসপি
 

Dr. Neem