Agaminews
Dr. Neem Hakim

বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, চলবে অনলাইনে ক্লাস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৭, ২০২০, ০৬:৪৮ পিএম
বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, চলবে অনলাইনে ক্লাস

ছবি সংগৃহীত

ঢাকা: করোনা সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি আর না বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ তথ্য নিশ্চিত করে বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বেড়েছে।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem