Agaminews
Dr. Neem Hakim

নিয়োগ বঞ্চিত সিনিয়র স্টাফ নার্সদের অবস্থান কর্মসূচি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৭, ২০২০, ০১:৩০ পিএম
নিয়োগ বঞ্চিত সিনিয়র স্টাফ নার্সদের অবস্থান কর্মসূচি

পিএসসি কার্যালয়ে নার্সদের অবস্থান

ঢাকা: সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রায় দুইশত জন নিয়োগ বঞ্চিতরা।

রোববার (১৭ মে) আগারগাওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)কার্যালয়ের সামনে তারা নিয়োগের দাবিতে অবস্থান নেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, যে পরিমান নার্স নিয়োগ দেয়ার কথা ছিল সেই পরিমান নিয়োগ দেয়া হয়নি। তাই দ্রুতই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাকি নিয়োগ দেয়ার আহ্বান জানান তারা। করোনা পরিস্থিতিতে দ্রুত নিয়োগ দিয়ে মানুষের সেবা নিশ্চিতের সুযোগ চান নিয়োগ বঞ্চিতরা। 

আগামীনিউজ/মিজান 

Dr. Neem