Agaminews
Dr. Neem

করোনা নিয়ে উস্কানি : ২ কলেজ শিক্ষক বরখাস্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৩:২১ পিএম
করোনা নিয়ে উস্কানি : ২ কলেজ শিক্ষক বরখাস্ত

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করায় দুই কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে সরকারি কর্মচারী (আইন ও শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম শুরু হবে না তার জবাব দিতে শোকজ নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক অফিস আদেশে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত ওই দুই শিক্ষক হলেন- ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী এবং বরিশাল সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাহাদাত উল্লাহ কায়সার। এই দুজনকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আগামীনিউজ/মিজান

Dr. Neem