Dr. Neem on Daraz
Victory Day

ধানবীজসহ অন্যান্য ফসলের ক্ষেত্রে ঋণ দেবে কৃষি ব্যাংক


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:৫৬ পিএম
ধানবীজসহ অন্যান্য ফসলের ক্ষেত্রে ঋণ দেবে কৃষি ব্যাংক

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: বিআরডিসির সাথে যৌথ উদ্যোগে আলু বীজের ক্ষেত্রে কৃষকদের ঋণ দিয়ে থাকি। সেভাবে বিআরডিসির সাথে সংযুক্ত থেকে ধানবীজসহ অন্যান্য ফসলের ক্ষেত্রে ঋণ প্রদাণ করা হবে। কৃষি ব্যাংক নিজেরাই উদ্যোগী হয়ে ঋণ দেয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকেব নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শুধু কৃষক নয় কৃষানীদের জেন্য কৃষানী কার্ড করা হবে। যাতে কৃষানীরাও বিনা সমস্যায় ঋণ নিতে পারে।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় ফরিদপুর বিভাগের জিএম মো: খালেদুজ্জামান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অা: রশিদ মোল্লাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে