ছবি: সংগৃহীত
এই ভাদ্র মাসেও নদ-নদীতে দেখা মিলছে না ইলিশের। খালি হাতেই নদী থেকে ফিরতে হচ্ছে জেলেদের।
ভরা পূর্ণিমার রাত থেকে ইলিশ পাওয়ার কথা থাকলেও জালে ধরা পড়েনি বরগুনার বলেশ্বর, বিষখালী ও পায়রা নদীতে ইলিশ। অনেকেই ছোট আকারের জাটকা শিকার করছেন।
বরগুনার ঘাট থেকে শত শত ট্রলার ইলিশ শিকারে চলে গেছে গভীর সমুদ্রে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে, নদীর ৮শ গ্রাম ওজনের ইলিশের মন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কেজির ওপরে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা।
পাইকাররা বলছেন, ৪/৫ দিনের মধ্যে সমুদ্রগামী ট্রলারগুলো ফিরে আসবে।
স্থানীয় জেলেদের ধারণা, ভাদ্রমাসের সামনের দিনগুলোতে ভালো ইলিশ ধরা পড়বে।