Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বড় সংকটের পথে পোশাক খাত: সেলিম ওসমান


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৫:৩৭ পিএম
বড় সংকটের পথে পোশাক খাত: সেলিম ওসমান

ছবি: সংগৃহীত

নারায়নগঞ্জঃ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান বলেছেন, এক সময় নারায়ণগঞ্জ পাটের জন্য বিখ্যাত ছিল। দেশ বিদেশের মানুষ তখন আসতেন ব্যবসার জন্য। তাই জেলার সোনালী আঁশ পাটের জন্য আমরা প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিতি পাই। আজকে সেই খ্যাতি আর নেই। কিন্তু নতুন করে বিশ্বের কাছে নারায়ণগঞ্জকে জায়গা করে দিয়েছে পোশাক শিল্প। বর্তমানে এই শিল্পেরও খুবই খারাপ অবস্থা। আমি জানি না টিকে থাকতে পারবো কি না।

তাই আজকে ৫টি সংগঠনের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করলাম। ব্যবসায়ীরা তাদের সমস্যা গুলো তুলে ধরেছেন। আমরা চেষ্টা করছি, এ সব সমস্যার সমাধানে কার্যকরী প্রদক্ষেপ নিতে। তৈরি পোশাক খাতের ৫ টি জাতীয় সংগঠন নিয়ে মতবিনিময় শেষে বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।

রোববার (৯ জুন) রাত ৮টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন ও বিকেএমইএর নেতারা।

দীর্ঘ ৩ ঘন্টার রুদ্ধদার বৈঠকে সাধারণ ব্যবসায়ীরা তাদের সমস্যা গুলো তুলে ধরেন বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমানের সামনে। তাদের কথায় ফুটে উঠে তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা, র ম্যাটেরিয়াল দাম কয়েক গুনবৃদ্ধি, ব্যাংক ঋণ আর আসন্ন ঈদুল আযহায় বেতন-বোনাস পরিশোধে নানা সমস্যার কথা গুলো। এখনও তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা’র ম্যাটেরিয়াল দাম কয়েক গুনবৃদ্ধি, ব্যাংক ঋণ আর আসন্ন ঈদুল আযহায় বেতন-বোনাস পরিশোধসহ নানা সমস্যার কথা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী বাদশা মিয়া, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোলাইমান, বর্তমান সভাপতি লিটন সাহা, বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক জিএম ফারুক, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ওসমান গ্রুপের এমডি আক্কাস আলী মোল্লা, চেম্বার অব কমার্সের পরিচালক শাহাদাৎ হোসেন সাজনু, পরিচালক এহসানুল হক নিপু, ফারুক বিন ইউসুফ পাপ্পু প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নব নির্বাচিত নেতারা বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।