Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ০৯:৩২ এএম
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

ফাইল ছবি

ঢাকাঃ সারা দেশে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।

আবারও দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাতে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে।

এর আগে, গত ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ ও ১০ এপ্রিল ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। সপ্তাহ ঘুরতেই সে রেকর্ড ভাঙল।

পিডিবি সূত্র জানায়, দেশে মেরামতে থাকা কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ছাড়া বাকি সব তেল ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র চালু থাকায় শনিবার রাত ৯টায় নতুন রেকর্ড হয়।

আগামীনিউজ/সোহেল