Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বেনাপোল শাখা উদ্বোধন


আগামী নিউজ | মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৭:১০ পিএম
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বেনাপোল শাখা উদ্বোধন

আগামী নিউজ

যশোরঃ দেশের সর্ববৃহত্তম স্থল বন্দর বেনাপোলে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত "স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড" এর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেনাপোল স্থলবন্দরের ৭নং গেটের সামনে রশিদ সর্দার বিল্ডিং এ শাখা উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ হেমায়েতুল ইসলাম। ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃক গ্রাহক সেবার সকল বিষয় সম্পর্কে এবং বীমা প্রিমিয়ামের দিকগুলি তুলে ধরেন কোম্পানীর খুলনা বিভাগীয় সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ওই কোম্পানীর বেনাপোলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহজালাল, যশোর জোনের এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রিমিয়ার প্রতিযোগীতার বাজারে ‘স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড অন্যতম প্রিমিয়াম প্রকল্প হাতে নিয়ে কাজ করবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ইন্স্যুরেন্সের সকল প্রকার সুযোগ-সুবিধা নিয়ে বেনাপোল তথা শার্শা উপজেলার গ্রাম বাংলার মানুষের সেবায় কাজ করবে।

আগামীনিউজ/এএস