Dr. Neem on Daraz
Victory Day

সপ্তাহে দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ০৪:৩৫ পিএম
সপ্তাহে দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স

ছবি: সংগৃহীত

ঢাকাঃ গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৭৫ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। গেল সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ লাখ ২৫ হাজার টাকা।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ১৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, বিডি ওয়েলডিং, প্যারামাউন্ট টেক্সটাইল, মেঘনা পেট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিকিউ বলপেন ও সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে