Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের সব সিনেমা হল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০, ০৫:৫০ পিএম
স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের সব সিনেমা হল

সংগৃহীত

ঢাকাঃ দেশের সব সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে প্রায় সাত মাস ধরে বন্ধ ছিল দেশের সব সিনেমা হল। স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার থেকে খোলা হবে।

গত ২১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের হলগুলো খুলে যাবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হলসমূহের চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অন্যসব বিনোদনকেন্দ্রের মত দেশের সব সিনেমা হলও ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়।

আগামীনিউজ/এএস