Dr. Neem on Daraz
Victory Day
শর্তসাপেক্ষে

আসতে পারে ১৫৬ ট্রাক পেঁয়াজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৩:০৮ পিএম
আসতে পারে ১৫৬ ট্রাক পেঁয়াজ

ছবি সংগৃহীত

সাতক্ষীরাঃ জেলার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়ে আছে।

পূর্বের শর্ত অনুসারে এলসির মাধ্যমে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। আজ বুধবার(১৬সেপ্টম্বর)  শর্তসাপেক্ষে এসব পেঁয়াজবোঝাই ট্রাকগুলো যেকোন সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

বিষয়টি জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম।

তিনি জানান, হঠাৎ গত (১৪ সেপ্টেম্বর) ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা। ফলে ভোমরা বন্দরের বিপরীতে ১৬৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আটকে পড়া পেঁয়াজের ট্রাক সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় পেয়াজ ব্যবসায়ীর বরাত দিয়ে বিষয়টি তাদের নিশ্চিত করা হয়েছে।

আগামীনিউজ/জেহিন

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে