Dr. Neem on Daraz
Victory Day

লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৯:৪১ এএম
লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা

ফাইল ছবি

ঢাকাঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। তবে লকডাউন চলাকালে কারখানা খোলা রাখা বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন। তবে শিল্পখাতসমূহ উক্ত লকডাউনের আওতাবহির্ভূত থাকবে এবং শিল্পখাত সংশ্লিষ্ট সকল ব্যাংক, পোর্ট, কাস্টমস কার্যক্রমসমূহও লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।

বিজিএমইএ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সকলেই যেন সরকারের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকারকে সহযোগিতা করে এবং সর্বাত্মকভাবে কঠোর লকডাউন পালন করে। এক্ষেত্রে সকলেই যেন বিজিএমইএ কতৃর্ক প্রদত্ত স্বাস্হ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে কলকারখানা চালায়

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে