Dr. Neem on Daraz
Victory Day

দেশের মানুষের অবস্থা বদলে গেছে : হুইপ ইকবালুর রহিম


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২২, ০৭:৩৯ পিএম
দেশের মানুষের অবস্থা বদলে গেছে : হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‌‘দেশ আজ এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে। গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ’ 

বৃহস্পতিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হলি ল্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে হলি ল্যান্ড কলেজ পুনর্মিলন উৎসব-২০২২-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে বর্তমান সরকার একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।

তাদের আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। ’

হলি ল্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মো. মুহাইমিনুর রহমানের সভাপতিত্বে ও মো. জামিউর রহমান দুর্জয়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন হলি ল্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কলেজের সহ-সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, পরিচালক (শিক্ষা) মো. সালাউদ্দীন খোকন, সাবেক শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সাগর।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এমএসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে