Dr. Neem on Daraz
Victory Day

১৭০০ ইয়াবাসহ সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক গ্রেফতার


আগামী নিউজ | উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০২:১০ পিএম
১৭০০ ইয়াবাসহ সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক গ্রেফতার

ছবি: গ্রেফতার ইমরান খান নাদিম

নীলফামারী: সৈয়দপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান নাদিমকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১১ অক্টোবর) ভোরে শহরের বাঁশবাড়ি মহল্লার কমিশনার শামসুল হক সড়কস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের জেলা ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুল হক।

সংগঠনের একটি সূত্র মতে, ইমরান খান নাদিম দলকে ব্যবহার করে এবং প্রভাশালী নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

ইয়াবা ব্যবসায়ী ইমরান খান নাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ বিষয়টি নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সারফরাজ মুন্না।

এদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর থানায় মাদক আইনে মামলা করেন। জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান। 

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে