Dr. Neem on Daraz
international mother language day

 জান্নাত বিতর্ক!


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৮:২৯ পিএম
 জান্নাত বিতর্ক!

ড. নিম হাকিম। ছবি: সংগৃহীত

আমার মনে হয় যিনি বলেছেন- ‘বাংলাদেশের মানুষ জান্নাতে আছে’ তিনি হয়তো বুঝাতে চেয়েছেন,অনেক দেশের তুলনায় এদেশের মানুষ অনেক শান্তিতে আছে(যদিও জান্নাত চির শান্তির জায়গা) এ নিয়ে এত হৈ-চৈ কেন বুঝলাম না। আমার গায়ে কোন রাজনীতির গন্ধ নাই তাই দয়া করে ভুল বুঝে দালাল বলবেন না।