 
                            
                                                আমি যতদুর জানি রাজাকার আর আনসার হজরত মুহাম্মদ (সাঃ)এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কেউ তার সংগী হয়ে নিরাপত্তা দিয়েছেন আর কেউ তাকে আশ্রয় দিয়েছেন। আলবদর ও আল সামস বদর ও সামসে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। পশ্চিম পাকিস্তানীরা এদেশের স্বাধীনতা বিরোধী দালালদের এই নামে আখ্যায়িত করে ইসলামকে কলংকিত করেছে! কিন্তু আমরা মুসলমান এই নামে তাদেরকে আখ্যায়িত করে এসব স্বাধীনতা বিরোধী দালালদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছি নাতো? 
আর একটি কথা- আমার জানামতে, মৌলবাদি হল এক সৃষ্টিকর্তায় যে বিশ্বাসী কিন্তু আমরা কতিপয় মুসলমান নামধারী চরমপন্থীদের মৌলবাদি বলে তকমা  দিয়ে এক আল্লাহ বা ঈশ্বরে বিশ্বাসীদের মর্যাদা হানি করছি নাতো??
কোন প্রজ্ঞাবান গুনিজন বা ইসলামী স্কলার আমাকে এ বিষয়ে জ্ঞান দান করলে কৃতজ্ঞ হব।
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)