ফাইল ছবি
ঢাকাঃ দুপুরে নির্বাচন কমিশনে ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও সেই সময় পরিবর্তন করা হয়েছে। এ দিন বিকেলে প্রতিবেদন দাখিল করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই নিরীক্ষিত প্রতিবেদন দাখিল করবে।
এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুর দুইটায় ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছিল আওয়ামী লীগ।
বুইউ