Dr. Neem on Daraz
independent day of bangladesh

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক শহীদুল ইসলাম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৩:০১ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক শহীদুল ইসলাম

ঢাকাঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিবের দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব শাহীন আরা বেগম।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বুইউ