Dr. Neem on Daraz
Victory Day
দেশে ভূমিকম্প অনুভূত

এক মিনিটে তিনবার কাঁপলো দেশ!


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০, ০১:১২ পিএম
এক মিনিটে তিনবার কাঁপলো দেশ!

ফাইল ছবি

ঢাকাঃ দেশের তিন শহরে এক মিনিটের ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিট ও ১১.৩৯ মিনিটে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে দুই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

পরে ১১.৩৯ মিনিটে ঢাকা ও চট্টগ্রামে আবার (তৃতীয়বার) ভূমিকম্প অনুভূত হয়। এসময় সিলেটে ভূকম্পন অনুভূত হয়নি।

সিলেটে আগের দুই ভূকম্পন প্রসঙ্গে সিলেট আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে শনিবার রাত ১১ টা ৩৮ ও ৩৯ মিনিটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকস্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভারতের মইরাং নামক স্থানে। এটি উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা। বাংলাদেশ থেকে যা ৪০৫ কিলোমিটার দূরে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে