Dr. Neem on Daraz
Victory Day

চিকন হওয়ার চেষ্টা করছেন দীঘি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৪:২২ পিএম
চিকন হওয়ার চেষ্টা করছেন দীঘি

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি  নিজের ইনস্টাগ্রাম বায়োতে যুক্ত করে রেখেছেন কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার এই কয়েক চরণ‘আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ...’  । কবিতার মতো দীঘির জীবনছন্দ মিলিয়ে চলছে, তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় স্টামফোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মন বেশ কিছুটা খারাপ।

এই মন খারাপকে পাস কাটিয়ে দীঘি মন দিয়েছেন শরীরচর্চায়। এক আলাপচারিতায় জনিয়েছেন, ‘দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে  পাঁচ দিন করার চেষ্টা করি।’

জিমের এমন রুটিন শুনে দীঘির কাছে জানতে চাওয়া, ওজন কত কমল? দীঘির উত্তর, ‘সেটা একেবারে টার্গেট পূরণ করে জানাব।’ সেই টার্গেট কত? উত্তর এলো, ‘সর্বনিম্ন আট থেকে নয় কেজি।’

তা এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি যে রহস্যঘেরা উত্তর দিয়েছেন, তা মজার। দীঘির ভাষ্যটা এমন, ‘সবার চোখে তো মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা আর কি।’

এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও রেখেছেন অভিনেত্রী।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে