Agaminews
Dr. Neem Hakim

ভক্তদের পাশে অনন্ত জলিল, ৫০০ জনকে দেবেন ১০ লাখ টাকা 


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২০, ১১:১৫ এএম
ভক্তদের পাশে অনন্ত জলিল, ৫০০ জনকে দেবেন ১০ লাখ টাকা 

অনন্ত জলিল

ঢাকা:  এবার নিজের ভক্তদের পাশে দাঁড়াচ্ছেন নায়ক অনন্ত জলিল। ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত তার যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে। বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল বলেন, 'আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে।  আমার যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জনকে।'

বিস্তারিত জানতে ১৭ মে নিজের ফেসবুক পেজ এবং বর্ষার ফ্যান গ্রুপে যুক্ত হবার জন্য ভক্তদের অনুরোধ করেছেন এই ব্যবসায়ী অভিনেতা।

এদিকে সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্য ডে’ সিনেমা। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি একশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের৷

আগামী নিউজ/বাবুল

Dr. Neem