Dr. Neem on Daraz
Victory Day

বাবার চাপে অবৈধ সম্পর্কে বাধ্য হয় কিশোরী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৪:৩১ পিএম
বাবার চাপে অবৈধ সম্পর্কে বাধ্য হয় কিশোরী

ঢাকা : মুরগি ব্যবসায়ী মহাজন আবুল হাসানের দোকানে বেচাকেনার কাজ করতেন মো. লিটন। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে টাকা ধার করেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় গোপনে নিজের কিশোরী মেয়েকে তুলে দেন মহাজনের হাতে। দিনের পর দিন মহাজন আবুল হাসান ওই কিশোরীকে ধর্ষণ করতে থাকে। রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও স্পর্শকাতর। বাবা কীভাবে তার কিশোরী মেয়েকে আরেকজনের কাছে তুলে দিতে পারেন! ওই কিশোরীর বাবা মো. লিটন এবং মহাজন আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরী জবানবন্দিতে বলেছে, বাবার জন্য সে অবৈধ সম্পর্কে বাধ্য হয়েছিলো।’

কখনো কখনো মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে ওই মহাজনের কাছে দেয়া হতো। মহাজন তাকে সুবিধাজনক স্থানে নিয়ে যেত। আবার কখনো কিশোরীকে তার বাবার বাড়িতেও যৌন নির্যাতন করত সে। মেয়ের মা ঘটনাটি জানলেও তাকে ভয়ভীতি দেখাতেন লিটন। মেয়েটিকে অনেক সময় অসুস্থ দেখাতো। নির্বাক হয়ে থাকত সে। কারো সঙ্গে ঠিকমতো কথা বলত না। লজ্জায় ঘর থেকে বেরও হতো না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুলের কাছ থেকে ৬ হাজার টাকা ধার করেন লিটন। টাকা পরিশোধ না করতে পারায় প্রায় এক বছর আগে নিজের মেয়েকে আবুলের হাতে তুলে দেন তিনি। গত ১১ জানুয়ারি ওই কিশোরী এই পৈশাচিকতা সহ্য করতে না পেরে এক প্রতিবেশী নারীকে বিষয়টি জানায়।

সর্বশেষ ঘটনার দিন এক প্রতিবেশী জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সে দিনেই তাকে উদ্ধার করে। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

আগামীনিউজ/মোরসু/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে