-20230929104914.jpg) 
                            
                                                কিশোরগঞ্জঃ করিমগঞ্জ বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা ও কেক কেটে দিবসের শুভেচ্ছা অনুষ্ঠান করেছেন উপজেলা আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আবেদিত বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ করিমগঞ্জ উপজেলা শাখা এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে জীবন ও কর্মের ওপর আলোচনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক মাষ্টার।
বক্তব্য রাখেন ছাএলীগ নেতা নাদিম মোস্তাফ। আল মামুন, মোকাররম হোসেন নাদিম,ঝর্ণা আক্তার, মরিয়ম আক্তার, হৃদয় মিয়া প্রমুখ।
এ সময় জননেত্রী শেখ হাসিনার জন্মদিন, সামনে আসছে শুভ দিন। শেখ হাসিনার সরকার, দেশে বার বার দরকার। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জন্মদিন এর কেক কাটা হয়।
পরে জাতির পিতার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)