Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

দুপচাঁচিয়ায় জুয়াড়িসহ আটক ৮


আগামী নিউজ | দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৭:৩০ পিএম
দুপচাঁচিয়ায় জুয়াড়িসহ আটক ৮

ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার (২৬ জানুযারী) বিভিন্ন অভিযোগে পৃথক অভিযোগে ৮ জন কে আটক করেছে থানা পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আইনানুগ ব্যবস্থাগ্রহন সাপেক্ষে আটককৃতদের বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত জুয়াড়ীরা হলো দুপচাঁচিয়া উপজেলার আটগ্রামের মৃত বাদেশ প্রামানিকের ছেলে রিপন (২৫), তালুচ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শহিদুল ইসলাম (৫৫), শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের আইমুদ্দিনের ছেলে আলম (৫০), পুলিঞ্জ গ্রামের ফরহাদ আলীর ছেলে ফরিদ উদ্দীন (৪৫), মৃত কাশেম মন্ডলের ছেলে মোকলেছার রহমান (৫৪) ও দওতাহার গ্রামের মৃত আত্তাব উদ্দীনের ছেলে আফজাল হোসেন (৫৫)।

গ্রেফতারী পরওয়ানামুলে দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের আকরামের ছেলে জিয়ারুল (২১), মাদক সবনর অভিযাগে পালীমহেশপুর গ্রামের মহসিনের ছেলে আমিনুল ইসলাম (২৫) কে আটক করা হয়।

আগামীনিউজ/এসএস