 
                            ছবি: সংগৃহিত
কুষ্টিয়া: কুমারখালী উপজেলার পদ্মা নদীর পাড়ে বেড়কালোয়া নামক স্থানে ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অফিস এর সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে আইন অমান্য করে মাছ ধরার অপরাধে ১৩ জন জেলে কে আটক করা হয়।
পরে তাদের অপরাধের সাজা হিসাবে তার ওজন জেলাকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি তামান্না তাসনিন আদালত পরিচালনা করেন।
আগামীনিউজ/ হাসান
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)