 
                            ফাইল ফটো
বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৪ জুন) গভীর রাতে নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামী কে আটক করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো দুপচাঁচিয়া পৌর এলাকার লক্ষীতলার মৃত ময়েজ উদ্দিন জাহিদুল ইসলাম চুম্বুক (৫৫), ধাপ সুখান গাড়ীর মৃত রমজান আলীর ছেলে রকি (৩০), বড়ধাপ গ্রামের আব্দুস সামাদ সাকিদারের ছেলে বেলাল হোসেন (৪২), দুপচাঁচিয়া সদর ইউনিয়নের খোলাশ গ্রামের আলহাজ্ব মুনছুর আলী সোনারের ছেলে হাবিবুর রহমান (৪১)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জানায়, গ্রেফতারকৃতদের শনিবার ( ৫ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)