মধুখালীতে মসজিদে চুরি
                        
                        
                            
                                 আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি                                 প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১,  ০৪:২৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ চোরে শোনে না ধর্মের কাহিনী। ফরিদপুরের মধুখালীতে মসজিদের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
 
বনমালদিয়া শাহ হাবিব জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি হাজী  আব্দুল মালেক সিকদার জানান, সোমবার  ১ ফেব্রুয়ারী  গভীররাতে  পৌরসভার বনমালিদিয়া গ্রামের শাহ হাবিব আলীম মাদরাসার পাশে অবস্থিত শাহ হাবিব মসজিদে গভীর রাতে চোরেরা মসজিদের দরজার তালা ভেঙ্গে মাইক সেট এবং পানির  মোটর ও পাম্প চুরি করে নিয়ে যায়।
 
আগামীনিউজ/এএস