Dr. Neem on Daraz
Victory Day

জাবিতে সেশন জটে নাকাল শিক্ষার্থীরা


আগামী নিউজ | সৈকত ইসলাম, জাবি প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:৪১ পিএম
জাবিতে সেশন জটে নাকাল শিক্ষার্থীরা

ঢাকাঃ করোনা মহামারী ও অন্যান্য অজুহাতে তীব্র সেশন জটের কবলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সেশন জট নিরসনের আশ্বাস দিলেও তা কার্যকর না নেয়ার অভিযোগ শিক্ষার্থীদের। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৭-২০১৮ (৪৭ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতক সম্মান শেষ করে স্নাতকোত্তরের ক্লাস শুরু করলেও নাটক ও নাট্যতত্ত্ব এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য এ দুটি বিভাগের স্নাতক পরীক্ষা এখনো শুরু হয়নি।

এছাড়া অন্যান্য বিভাগের ২০১৮-১৯ সেশনের (৪৮ ব্যাচ) শিক্ষার্থীরা স্নাতক ৩য় পর্বের পরীক্ষা শেষ করে ৪র্থ পর্বের ক্লাস শুরু করলেও ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের শুরু হয়নি ৩য় পর্বের পরীক্ষা। জানা যায়, মে মাসের শেষের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আসন্ন ভর্তি পরীক্ষা ও ঈদুল আযহার কারণে তা অনুষ্ঠিত হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'জুনের দ্বিতীয় সপ্তাহে ৩য় পর্বের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ভর্তি পরীক্ষা ও ঈদুল আযহার কারণে পরীক্ষা হবে ঈদের পর। কিছু শিক্ষক ক্লাস নেওয়ার ব্যাপারেও উদাসীন।'

প্রায় একই সুরে কথা বললেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের এক শিক্ষার্থী। তিনি বলেন, 'এতদিনে আমাদের স্নাতক শেষ হওয়ার কিন্তু এখনও শেষ হয়নি এমনকি ফাইল পরীক্ষার ডেটও দেয়া হয়নি।'

বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটটের ৪৭ ব্যাচের এক শিক্ষার্থীরা জানান, 'পরীক্ষার নিশ্চিত ডেট এখনো দেয়া হয়নি। আমাদের জট হওয়ার প্রধান কারণ ক্লাসরুম সংকট। একটা ক্লাসরুমে রানিং ৫টা ব্যাচ ক্লাস করতে হয়। এছাড়াও রয়েছে শিক্ষকের সংকট। আমাদের পারমানেন্ট শিক্ষক মাত্র ৩ জন আর বাকিরা সব অন্য বিভাগ কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের;  যার কারণে শিক্ষকদের সাথে ঠিকমত সিডিউল ম্যান্টেইনও হয় না।'

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন, 'অফলাই অনলাইন মিলে গতবছর পরীক্ষা নিতে অনেক দেরি হয়েছিল। এছাড়া প্রাক্টিক্যাল থাকাতে কিছুটা দেরি হয়। তবে খুব শীঘ্রই আমরা একাডেমিক ক্যালেন্ডার করবো এবং সে অনুযায়ী বিভাগ চলবে। এতে আশা করি ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে।'

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, 'আমাদের স্বাভাবিক নিয়মেই চলছে,  প্রাক্টিক্যাল থাকায় কিছু সময় দেরি হয়। আর করোনার গ্যাপটা এখনও পূরণ করতে পারি নি। আমরা প্রত্যেক মিটিংয়েই গ্যাপটা কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করি।

এ বিষয়ে বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের সভাপতি কোনো কথা বলেন নি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে