Dr. Neem on Daraz
Victory Day
অনুমতি ছাড়া ছুটি কাটানোর দায়ে

চাকরি হারালেন জাবির আরও ৪ শিক্ষক


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৫:০৫ পিএম
চাকরি হারালেন জাবির আরও ৪ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

অনুমতি ছাড়া ছুটি কাটানোর দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আরও চার অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এ তথ্য জানান। এর আগে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরিচ্যুত চার অধ্যাপক হলেন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকলের অংশগ্রহণ থাকা জরুরি। সবার অংশগ্রহণ থাকলে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। যারা এখনো অননুমোদিত ছুটিতে আছেন আমি তাদেরকে অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য বলব। অন্যথায় বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।'

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে