Dr. Neem on Daraz
Victory Day

ইবিতে ব্যাচ ডে উদযাপন নিয়ে শিক্ষার্থীদের মারামারি, আহত তিন


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ১০:২৫ পিএম
ইবিতে ব্যাচ ডে উদযাপন নিয়ে শিক্ষার্থীদের মারামারি, আহত তিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ব্যাচ ডে উদযাপন উপলক্ষে 'অবতরণিকা উৎসব'-এর আয়োজন করে। উৎসব চলাকালীন বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের দিকে শিক্ষার্থীদের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। 

এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। লিখিত অভিযোগে মারামারির ঘটনায় জড়িতদের সনাক্ত করে বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।

লিখিগ অভিযোগ পত্রে বলা হয়, ‘বাংলা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সিআর তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রায় ত্রিশ থেকে চল্লিশজন শিক্ষার্থী একত্রিত হয়ে লাঠি, বাঁশ ও খড়ি নিয়ে অতর্কিত ভাবে কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওনসহ আহত হয়।'

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালীন হুট করে আমাদের উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা বাশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে যায়। এই হামলা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন তাদের পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে যাই। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেবো।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে