Dr. Neem
Dr. Neem Hakim

গলায় পেঁচিয়ে সাপকে চুমু খাচ্ছে তরুণী! (ভিডিও)


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০১:০১ পিএম
গলায় পেঁচিয়ে সাপকে চুমু খাচ্ছে তরুণী! (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঢাকাঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়, একটি মেয়েকে একটি সাপের সঙ্গে খেলা করতে। একেবারে বাড়ির পোষ্যের মতো সাপটিকে আদর করছে সে। কখনো আবার সাপটিকে গলায় পেঁচিয়ে নিয়ে চুমু খাচ্ছে, কখনো আবার তাকে ডাকছে।  

ভিডিওটি ইনস্টাগ্রামে royal_pythons_নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে একটি মেয়েটির কোলে সাপ নিয়ে খেলা করতে দেখা যাচ্ছে। সাপটি যেভাবে মেয়েটির গলায় জড়িয়ে জিভ বের করছে তা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন। তবে মেয়েটি অবশ্য সাপটির সঙ্গে খুব স্বাভাবিকভাবেই রয়েছে।

ভিডিওটিতে একটি বড় সাপকে মেয়েটির মুখের সঙ্গে আটকে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটি কখনো সাপটিকে চুমু খাচ্ছে, কখনো আবার কথাও বলছে। তবে সাপটি একবারও মেয়েটিকে আঘাত করার চেষ্টা করছে না।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন।

আগামীনিউজ/নাসির