Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

ছাগল প্রসব করলো মহিষের বাচ্চা!


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৭:৫৯ পিএম
ছাগল প্রসব করলো মহিষের বাচ্চা!

সংগৃহীত

পাবনাঃ জেলার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ পেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর জয়নগরে ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে বিরল এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ছাগলের গর্ভ থেকে ৩টি মহিষের বাচ্চা জন্ম নিয়েছে, এমন খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। এমন দুর্লভ দৃশ্য এক নজর দেখতে লোকজন ভিড় জমাচ্ছে বুলবুল ডাক্তারের বাড়ি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাগলের প্রসবকৃত বাচ্চাগুলোর মুখ ও পা মহিষের আকৃতির। তবে সেগুলো আকৃতিতে ছোট। দেখতে অবিকল মহিষের মতো। বাচ্চাগুলো জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। এগুলো মহিষের বাচ্চা কি-না তা নিশ্চিত হতে আরো অপেক্ষা করতে হবে।

আগামীনিউজ/এএস