প্রতীকী ছবি
ঢাকাঃ ডিজিটাল বাংলাদেশে যেমন ডিজিটাল প্রতারণা আর চুরি শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশেও তেমনি হবে স্মার্ট চোর আর স্মার্ট প্রতারক। এরা দেশ ও জাতির শত্রু। জাতীয় উন্নয়নকে এরা বাধাগ্রস্থ করে। এদের সর্বক্ষেত্রে বর্জন করুন। ব্যক্তি স্বার্থে এরা দেশের সর্বনাশা ঘাতক! এরা যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের দোশর হয়ে যায়। নানা অপকর্মের পরামর্শ দিয়ে বেকায়দায় ফেলায়।
বুইউ