Dr. Neem on Daraz
Victory Day

ঈদে মিলাদুন্নবী


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:৫৯ পিএম
ঈদে মিলাদুন্নবী

ঢাকাঃ আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে- যারা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ' পড়ে মুসলমান হয়েছে তারা নবীজী (সাঃ) জন্ম বা মৃত্যু দিবসের আলোচনা অনুষ্ঠান, দোয়া মাহফিল বা মিষ্টি বিতরণ নিয়ে কেন এত বির্তকে লিপ্ত হচ্ছে। এখানে ইসলাম বিরোধী কোন কাজটি হচ্ছে তা দলিলসহ বুঝিয়ে বললেইতো হয়। যখন কোন রাষ্ট্রনায়ক বা বিশিষ্ট ব্যক্তির মৃত্যু দিবসে কাংগালী ভোজ, মিলাদ মাহফিল,প্রতিকৃতিতে বা কবরে পুস্পমাল্য অর্পণ করা হয় তখন ঈদে মিলাদুন্নবী সর্ম্পকে মন্তব্যকারীরা কেন এর সমালোচনা করেন না? নাকি জেল-জরিমানার ভয়? যারা ঈদে মিলাদুন্নবী নিয়ে নেতিবাচক কথা বলচ্ছেন তাদের ইসলাম সর্ম্পকে জ্ঞানের সীমানাই বা কতটুকু। রাসুল(সাঃ) এর মর্যাদা  সর্ম্পকে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন তা কি সমালোচনাকারীদের জানা আছে? সারা মুসলিম বিশ্বের মুসলিম দেশগুলো কি এতটাই অজ্ঞ যে তারা কোন কিছু না জেনে বুঝেই মিলাদুন্নবী পালন করছে? আসলে মুসলমান নাম ও লেবাজধারী এসব সমালোচনাকারীরা ইসলাম ধ্বংসের পায়তারা ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিতে লিপ্ত। যে সব মাওলানারা কোরআনের শিরক ও আমি ও তোমাদের মত মানুষ সর্ম্পকিত আয়াতের অপব্যখ্যা ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে প্রয়োগ করে তাদের কোরআনের জ্ঞান নিয়েও প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার ক্ষমতা দান করুন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে