Dr. Neem on Daraz
Victory Day

মিরপুরে অষ্টম শ্রেণির নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০১:১৭ পিএম
মিরপুরে অষ্টম শ্রেণির নিখোঁজ ৪ ছাত্রী বাসায় ফিরেছে

ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে কিশোরীরা বাসায় ফিরেছে বলে শুনেছি। পরে তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ওই ৪ কিশোরীরা জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা প্রথমে সিলেট যায়। সেখান থেকে আবার তারা খুলনায় একটি হোটেলে গিয়ে উঠে। এর মধ্যে তাদের হাতে টাকা শেষ হয়ে আসতে শুরু করে। তখন ওই চার বান্ধবী আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং বুঝতে পারে তাদের এই কাজটা ঠিক হয়নি। পরে গতকাল রাতে তারা বাসায় ফিরে এসেছে।

জানা যায়, উধাও হয়ে যাওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে। 
 
শিক্ষার্থীরা হলো- কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেছিলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও আর বাসায় ফেরেনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে