Dr. Neem on Daraz
independent day of bangladesh

বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৩:৫০ পিএম
বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

ফাইল ছবি

১.  সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া।
—থেলিস (উক্তি)

২. আমি কোন কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস বাক্তিকে পছন্দ করবো, কারন সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে।
-বিল গেটস

৩. জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুড়ে ফেল না।
– স্টিফেন হকিং

৪. ধার্মিক আর ধর্মান্ধ এক জিনিস নয়, ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলব না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ।
– রেদোয়ান মাসুদ

৫. শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব ।
-অ্যালবার্ট আইনস্টাইন

আগামীনিউজ/নাসির