Dr. Neem on Daraz
Victory Day

গণতন্ত্র মঞ্চের ২ দিনের কর্মসূচি ঘোষণা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৩:৫৩ পিএম
গণতন্ত্র মঞ্চের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকাঃ সম্প্রতি ঢাকা থেকে দিনাজপুরগামী গণতন্ত্র মঞ্চের রোডমার্চে বাধা, হামলা ও আক্রমণ এবং অসহনীয় লোডশেডিং, বিদুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (১১ জুন) সকালে পুরানা পল্টনের মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

সাইফুল হক বলেন, রোডমার্চে হামলা এবং বাধার প্রতিবাদে ১২ জুন ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে।

তিনি বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১৯ জুন বেলা ১১টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোডমার্চে হামলা ও বাধা প্রদানের ঘটনাবলী তুলে ধরে সাইফুল হক বলেন, ‘ওই সব হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ সরকার এখন গণ আতঙ্কে ভুগছে। ক্ষমতা হারানোর ভয়ে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলেও তারা বেসামাল হয়ে পড়েছে। এখনও তারা যে দমন করেই গদি টিকিয়ে রাখতে চায় তাও পরিস্কার। এই কাজে প্রশাসনকে তারা দলীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতেই যে তৎপর, আমাদের গত ৪ জুন থেকে ৭ জুনের রোড মার্চের ঘটনাবলীও তা আরেকবার প্রমাণ করেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার, পুলিশ প্রশাসন ও সরকারি দলের এতসব বাধা, হামলা, আক্রমণ, উস্কানি ও ত্রাস সৃষ্টির পরেও রোডমার্চের পথে পথে আমরা মানুষের অকুণ্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। প্রচণ্ড গরম উপেক্ষা করে সমাবেশগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে তারা তাদের মরিয়া লড়াইয়ের মনোভাবের বার্তা দিয়েছে।’

সাইফুল হক বলেন, ‘জনগণ অনতিবিলম্বে দুর্নীতিবাজ, গণবিরোধী, ভোটের অধিকারহরণকারী গায়ের জোরে ক্ষমতায় আঁকড়ে থাকা এই সরকারের কবল থেকে মুক্তি চায়। মানুষ কোনোভাবে আর এই সরকারকে নিতে পারছে না। তারা সত্যিকারের একটি পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে।’

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, শাহনাজ রানু, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, কাজী মো. নজরুল, গনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, মাহবুব জামান কাদেরী, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্ণি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে