Dr. Neem on Daraz
Victory Day

সরকারকে ধাক্কা দিতে গেলে বিএনপি মরেও যেতে পারে: তথ্যমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৩:১১ পিএম
সরকারকে ধাক্কা দিতে গেলে বিএনপি মরেও যেতে পারে: তথ্যমন্ত্রী

ঢাকাঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এই সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি ইতোমধ্যে পড়ে গেছে। আবার ধাক্কা দিতে গেলে মারাও যেতে পারে অথবা গর্তেও পড়তে পারে।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সমগ্র পৃথিবীতে এখন বিদ্যুৎ ও জ্বালানির জন্য হাহাকার চলছে। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও লোডশেডিং হয়নি। এখন সেখানেও বিদ্যুতের সমস্যা হচ্ছে। আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে দুই ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘সমগ্র পৃথিবীতে বিদ্যুৎ সাশ্রয় নীতি ব্যবহার করা হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদেরও সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি ডিসেম্বর পর এই সমস্যা থাকবে না।’

বিদ্যুৎ নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা বিদ্যুৎ দিতে পারেনি। বরং যারা বিদ্যুৎ চাইত তাদের গুলি করে মেরেছে। এমনকি তারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছে। আমাদের সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপির এটা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।’

সরকারের উন্নয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দুই-একটি ভুঁইফোর সংগঠনের বিবৃতিতে কী বলল আর বাস্তবতা কী, এটা বাংলাদেশের জনগণ জানে। দারিদ্র্যের হার ৪১ শতাংশ ছিল, সেখান থেকে নেমে এসেছে ২১ শতাংশে। বাস্তবতা মানতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশ যে সত্যের ওপর দাঁড়িয়ে আছে এটি অত্যন্ত গর্বের বিষয়।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম জিহাদুর রহমান জিহাদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক আমানুল্লাহ আমান।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে