Dr. Neem on Daraz
Victory Day

পালানোর রোডম্যাপ তৈরি করছে সরকার: জয়নুল আবেদীন


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৩:১০ পিএম
পালানোর রোডম্যাপ তৈরি করছে সরকার: জয়নুল আবেদীন

ঢাকাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান সরকারের কলাকুশলীরা একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। এ রোডম্যাপ নির্বাচনী নয়, এটা হচ্ছে কীভাবে কোন পথে বাংলাদেশ থেকে অনির্বাচিত সরকার বিদায় নেবে এবং পালানোর চেষ্টা করবে সেই রোডম্যাপ।

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

সরকারের প্রতি উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার ক্ষেত্রে অহেতুক চেষ্টা করবেন না। আপনাদের মিথ্যা আশ্বাসে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘যত চেষ্টা করার করেন, বিএনপিকে ভাঙা যাবে না, কোনো লাভ হবে না। বিএনপি মচকাবে তবু ভাঙবে না, লাভ হবে না। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে- এই মিথ্যা অপপ্রচার চালিয়ে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না।’

বিএনপি আন্দোলন করতে জানে না- আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের কী দেখেছেন? স্বৈরাচার এরশাদ নয় বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, সেই এরশাদ আন্দোলনে ভেসে গেছেন। কোনো স্বৈরাচারী টিকতে পারে নাই। এই অনির্বাচিত সরকারও আন্দোলন থামাতে পারবে না। তাদের (সরকারের) অল্প কয়েকদিন সময় আছে, তাদের বিদায় নিতে হবে।’

সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মানুষের সব সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন জয়নুল আবেদীন।

বর্তমান সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া এই সরকারের পতন না দেখে মৃত্যুবরণ করবেন না। তিনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন। অন্যায়ভাবে মানুষকে বেশিদিন দাবিয়ে রাখা যায় না। যে যত কথাই বলুক, এই সরকার আর টিকতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে মানে মানে বিদায় হোন।’

জয়নুল আবেদীন বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে বলে শুনতে পাচ্ছি, তবে আমি বিশ্বাস করি না। তারপরও বলবো যদি কেউ হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেইমানি করে, সেই বেইমানদের জায়গা দলে এবং বাংলাদেশে হবে না।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কপিল উদ্দিন প্রমুখ।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে