Dr. Neem on Daraz
Victory Day

ফেয়ার নির্বাচন দিন, ক্ষমতা বোঝা যাবে: ফখরুল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০, ০৩:২৭ পিএম
ফেয়ার নির্বাচন দিন, ক্ষমতা বোঝা যাবে: ফখরুল

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দেশের জনগণের কাছে কোন দলের কতটা জনপ্রিয়তা রয়েছে সেই জনমত জরিপে নরমাল ফেয়ার ইলেকশন দিন দেখা যাবে কাদের ক্ষমতা ও জনপ্রিয়তা কত।’

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আসুন না, নরমাল ফেয়ার ইলেকশন করুন। আপনারা কোথায় কতটুকু আছেন, জনগণের কাছে কতটা জনপ্রিয় আছেন, সেটা দেখা যাবে। তবে মনে রাখতে হবে, দেশের জনগণ কোনোদিন পরাজয় মেনে অধিকার হারিয়ে নিশ্চুপ থাকে না।’

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল শীর্ষক’ এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাবের আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. একে ফজলুল হক ভূইয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, এ্যাব নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইবরাহিম খলিল, গোলাম হাফিজ কেনেডি, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে কথা বলার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘একদলীয় সরকার’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, ‘তারা (সরকার) ভিন্নমত সহ্য করতে চায় না। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তারা আগে বলেছে যে বিএনপি নেই। বিএনপি নাকি একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদকের প্রত্যেকদিন একটাই কাজ, আর তা হলো বিএনপির বিরুদ্ধে কথা বলা। উনি শুধু বলছেন, বিএনপি নাই, বিএনপি নাই। অথচ আপনি (ওবায়দুল কাদের) দেশের অর্থনীতি, আপনার দল এসব নিয়ে কথা না বলে শুধু শেখ হাসিনাকে নিয়ে আর বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আসলে বিএনপি এত বেশি করে এত প্রবলভাবে জনমনে শেকড় গেড়ে আছে যে, আপনি প্রত্যেকদিন বিএনপিকে নিয়েই কথা বলেন।’

‘এখন চতুর্দিকে দুর্নীতি’- এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার একটা কথাও সত্য বলে না। সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। চতুর্দিকে দেখি যে সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার ভাই, চাচা-খালা-বোন সবাই আক্রান্ত হয়েছে। খবর নিয়ে দেখবেন খুব কম পরিবার আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়নি। ঢাকা উত্তরের মেয়রের পরিবারের ১৯ জন আক্রান্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনও টেস্ট হয় না। ওই যে ট্রাম্প বলেছে- ‘নো টেস্ট নো করোনা’।’

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে