Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

জেব্রা পরিবারের নতুন অতিথি


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২০, ১২:২৯ পিএম
জেব্রা পরিবারের নতুন অতিথি

সংগৃহীত ছবি

গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি এসেছে। 

রোববার (২৮ জুন) জেব্রা পরিবারের এই নতুন অতিথির জন্ম হয়। এ নিয়ে গত তিন মাসে সাফারি পার্কে চারটি জেব্রার জন্ম হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্কের ভেতর যে আমরা বেষ্টনিতে একটি জেব্রার শাবকের জন্ম হয়। তবে জেব্রার শাবকটি নারী না পুরুষ তা জানা যায়নি। মা এবং জেব্রার শাবক দুটি ভালো এবং সুস্থ আছে।

আগামীনিউজ/এমআর 

Dr. Neem