-20230829113322.jpg) 
                            
                                                ঢাকাঃ নির্বাচন কমিশন সচিবালয়ের ২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৯ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, নয়জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর চতুর্থ গ্রেডভুক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 
আরেক প্রজ্ঞাপনে ১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডভুক্ত উপসচিব বা পরিচালক বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আলাদা আরেক প্রজ্ঞাপনে ১৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর ষষ্ঠ গ্রেডভুক্ত সিনিয়র সহকারী সচিব বা উপপরিচালক বা জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এমআইসি
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)