Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

শুভ বড়দিন


আগামী নিউজ | মিতা পোদ্দার প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৫০ পিএম
শুভ বড়দিন

ফাইল ছবি

মিনিট আর ঘন্টায় ও ভাই

বড়দিনের বড় নয়,

ডিসেম্বরের ২৫ তারিখ

যীশুর জন্ম হয়।

 

মানুষের বেশ ধরে

আসলেন সুন্দর ধরায়,

প্রেমের বাণী শুধাতেই

সবাইকে এক করায়।

 

মহাপথে মুক্তির স্বাদ

যীশুর মাঝে পাই,

মেরীর কোলেই ছোট্ট শিশু

যীশুকে খুঁজে পাই।

 

ক্রিসমাস ট্রি সাজাই

আনন্দ আর উল্লাসে,

যীশু যেন বারবার

সবার ঘরে আসে।

 

মানবতার জয়গানে

সংগীত করি শুরু, 

খ্রিস্টধর্মের যীশুই হলেন

সর্বকালের গুরু।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে