Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

চিটার


আগামী নিউজ | মোঃ সেকেন্দার আলম সুমন প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১২:১৫ এএম
চিটার

বাপে জমি বিক্রি করে
        ছেলে দেয় চাষ
এমন মানুষ এদেশে অনেক
          করে বসবাস
কিছু আবার নিজে করে
            এমন কারুকাজ
জমি বেঁচে ভুল কাগজে
               চলে বারমাস
বিক্রির পরে দখল দিয়ে
             কিছু বছর পরে
নতুন করে আবার তারা
              নিজের দাবী করে
বাপের কিছু থাকলে তারা
              নিজের ভাগ চায়
ঋণের দেনা থাকলে বাবার
              নেয়না কিছু দায়
নেওয়ার বেলায় বাবার বলে
             দেওয়ার বেলায় বাঁশ
এভাবেই চলছে তার বেশ
              করেই সর্বনাশ
গায়ের জোরে সকল সময়
               এমন করেই চলে
তবে কি ভাই এই মানুষদের
                চিটার নামেই বলে!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে