Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

পাঁচ দফা দাবী


আগামী নিউজ | সেকেন্দার আলম সুমন প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৬:৫৮ পিএম
পাঁচ দফা দাবী

মন্ত্রী দেখেছি অনেক আমরা

তিনার মত বেশি নয়

তিনি হলেন আইসিটি প্রতিমন্ত্রী

জুনাইদ আহমেদ পলক মহোদয়

কারো কাছে ভাই তিনি

কারো কাছে ভাইছতা

কারো কাছে আবার মামা তিনি

কারো কাছে চাচা

স্যার কথা বলতে তিনি

করে দেন সকলকে মানা

এমন মন্ত্রী এদেশে আছে

নেইকো আমাদের জানা

সকলের কথা শুনেন তিনি

করে দেন সমাধান

বিনিময় তিনি নেননা কিছু

তাই  সকলের দোয়া পান

ডিজিটাল যুগে এমন জনপ্রতিনিধি

সকলেই যদি হয়

এগিয়ে যাবে প্রাণের বাংলাদেশ

হবেই আমাদের জয়

দেশের তরে করছেন তিনি

কতইনা স্বেচ্ছা শ্রম

তাইতো তিনি সকলের কাছে

অনেক বেশি আপনজন

নিজ বাড়িতে যেমন করে

সকলের কথা শুনেন

ধর্য্য যেন আকাশচুম্বি তিনার

সকলেই এটা মানেন

আমরাও গেছিলাম দাবী জানাতে

‘কম্পিউটার ল্যাব অপারেটর ফোরাম’

মুগ্ধ হয়েছি সকলেই আমরা

দোয়া, ভালোবাসা অভিরাম

দাবী শুনে তিনি বলেন

যৌক্তক দাবী যদি হয়

আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সাথে

হতেই পারে বিজয়

ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগে যখন

দশম গ্রেড দাবী

আপনি চাইলে বাস্তবায়ন হবে

সকলেই এটা ভাবি

উৎসর্গ-

জুনাইদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে