Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

আমরা করবো জয়


আগামী নিউজ | মিতা পোদ্দার প্রকাশিত: মে ৫, ২০২২, ০৭:৫০ পিএম
আমরা করবো জয়

থাকবো না আর বদ্ধ ঘরে

আলোর দিশা চাই,

জানতে হলে সবাই চলো

ইন্টারনেটে যাই।

ভেবোনা খুব কঠিন কাজ

হবেনা তোমার দ্বারা,

আগ্রহটুকু না থাকলে

যায় না তো কিছুই পারা।

জানিনা, জানতে চাইনা

বয়স গিয়েছে বেড়ে,

এসব বলে কখনোই

যেও না মিছে হেরে।

ডিজিটাল বাংলাদেশে

কোন কিছুই নয় কঠিন,

হাতের তৈরির কষ্ট গুলো

এখন বাদ দিন।

সার্চ দিন, জেনে নিন

ভয় কেন তবে,

যুগের বদল এসেছে

জয় তো আমাদের হবে ।