Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

কবিতা : কবর


আগামী নিউজ | ওসামা আল তামিম প্রকাশিত: মে ১, ২০২১, ০৩:৩৬ পিএম
কবিতা : কবর

প্রতীকী ছবি

ওই দেখা যায় কবরস্থান

ওই আমাদের ঘর;

ওই খানেতে থাকতে হবে

সারা জীবন ভর।

ও কবর তুই চাস কী?

টাকা-পয়সা নিস কী?

ঘুষ আমি খাই না

ভালো মানুষ পাই না!!

একটি যদি পাই;

ওমনি তারে, জান্নাতে নিয়ে যাই।

আগামীনিউজ/নাসির